শিরোনাম

ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর ফোনকলের মাধ্যমে মানসিকভাবে অসুস্থ এক গর্ভবতী নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ৭ নম্বর ফেরিঘাট থেকে তাকে উদ্ধার করা হয়।
আজ সোমবার ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিঘাট এলাকায় ওই নারী গুরুতর রক্তক্ষরণে ভুগছিলেন। এমন পরিস্থিতিতে একজন সচেতন নারী বিষয়টি লক্ষ্য করে ৯৯৯ নম্বরে ফোন করে দ্রুত সহায়তা চান।
রোববার দুপুরে ৯৯৯-এর কলটি গ্রহণ করেন কলটেকার কনস্টেবল রশিদুল ইসলাম। তাৎক্ষণিকভাবে বিষয়টি গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়। উদ্ধার কার্যক্রমের সমন্বয় ও তদারকি করেন ৯৯৯ ফায়ার ডিসপ্যাচার ফায়ার ফাইটার সজীব মিয়া।
সূত্র জানায়, সংবাদ পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ বছর বয়সী ওই অসুস্থ নারীকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সচেতন কলারের সময়োপযোগী উদ্যোগে গর্ভবতী নারী ও তার অনাগত সন্তানের জীবন রক্ষা সম্ভব হয়েছে।