শিরোনাম

ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ইকুয়েডরের এক নিরাপত্তারক্ষী হত্যার ভিডিওকে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়কার ঘটনা বলে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।
বাংলাফ্যাক্ট জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দাবি করা হচ্ছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের শাসনামলে একজনকে গুলি করে মোটরসাইকেলে পালিয়েছে দুর্বৃত্তরা।
বাংলাফ্যাক্টের অনুসন্ধান টিম জানায়, ভিডিওটি বাংলাদেশের নয়। এটি ইকুয়েডরের গুয়াকিল শহরের। ২০২৪ সালে সেখানে এক নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যা করা হয়। ভিডিওটি সেই ঘটনার।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তীকাল সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।
বাংলাদেশে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট। গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতেই তারা কাজ করছে।