বাসস
  ০৭ ডিসেম্বর ২০২৫, ২২:৫২

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়া কখনোই আপস করেননি: সাবেক এমপি মঞ্জু

ছবি: বাসস

খুলনা, ৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস): স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়া কখনোই কোন অপশক্তির সঙ্গে আপস করেননি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলে এ মন্তব্য করেছেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি সারাদেশের নেতা। দেশে এখনও অনেক ষড়যন্ত্র চলছে। এসব থেকে উত্তরণে খালেদা জিয়ার মত শক্তিশালী নেতৃত্ব অপরিহার্য। এই ক্রান্তিকালে তাঁর সুস্থ থাকা দেশের জন্য অত্যন্ত প্রয়োজন।

রোববার সন্ধ্যায় ২০ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে শেখপাড়া আস্তানা দারুল কুরআন হাফিজিয়িা মাদ্রাসায় বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে খাবার বিতরণকালে এসব কথা বলেন তিনি। 

সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, বাংলাদেশের সব মানুষ দলমত নির্বিশেষে এই মহান নেত্রীর জন্য দোয়া করছেন। সবাই চায়, তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশের এই সংকটময় মুহূর্তে তাঁর অভিভাবকত্বে গণতন্ত্র রক্ষা করতে পারি। 

এর আগে ২৭ নম্বর ওয়ার্ড পুর্ব বানিয়াখামার বায়তুন নাজাত হাফিজিয়া মাদ্রাসা, লিল্লাহ বোডিং ও ইয়াতিম খানা এবং বড় বাজার হেলাতলা মসজিদে খুলনা বড় বাজার ব্যবসায়ী সমিতি ও বড় বাজার গমজাত ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে বেগম জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নেন তিনি।