বাসস
  ০৭ ডিসেম্বর ২০২৫, ২১:০৬

প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বেগম জিয়ার অবদান রয়েছে : মান্না 

ছবি : বাসস

কুড়িগ্রাম, ৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার অসাধারণ অবদান রয়েছে। তিনি অনেক কষ্ট সহ্য করেছেন। আমরা চাই তিনি সুস্থ হয়ে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিন। 

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে শঙ্কা আছে, তাই নির্বাচনের সময়সূচি নিয়েও দুশ্চিন্তা রয়েছে। তবে আমরা চাই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং নির্বাচন সঠিক সময়ে হোক।

রোববার কুড়িগ্রামে নাগরিক ঐক্যের জেলা কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন।

রাজনৈতিক জোট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, বিগত ১৫ বছরের আন্দোলনে বিএনপিসহ অন্যান্য দলের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। এছাড়াও প্রতিনিয়ত আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত কারও সঙ্গে নির্বাচনী সমঝোতা চূড়ান্ত হয়নি। আমরা এককভাবে কিছু করতে চাই না বরং সবাইকে নিয়েই এগোতে চাই।

অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় সদস্য আব্দুর রাজ্জাক, জেলা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা (অব.) মেজর আব্দুস সালাম ও সদস্য সচিব জোহবাদুল ইসলাম বাবলু উপস্থিত ছিলেন।

পরে তিনি শহরের কলেজ মোড়ের বিজয় স্তম্ভে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য দেন।