বাসস
  ০৭ ডিসেম্বর ২০২৫, ১৯:২০

বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী: অ্যাড. দীপেন দেওয়ান

ছবি: বাসস

রাঙ্গামাটি, ৭ ডিসেম্বর ২০২৫ (বাসস): রাঙ্গামাটি ২৯৯ নম্বর সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড. দীপেন দেওয়ান বলেছেন, বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাস করে। আগামী সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে পাহাড়ে সকল সম্প্রদায়ের সহাবস্থান নিশ্চিত ও অধিকার রক্ষায় আমরা সকলে মিলেমিশে কাজ করে যাবো।

রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার আয়োজনে আজ বিকেল সাড়ে ৪টায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সমবেত প্রার্থনা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে রাঙ্গামাটি আসনে বিএনপি প্রার্থীর সমর্থনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাঙ্গামাটি বড়ুয়া সম্প্রদায়ের উপদেষ্টা ও রাঙ্গামাটির প্রাক্তন সিভিল সার্জন ডা. সুপ্রিয় বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সনদ বড়ুয়া, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা কৃষক দলের সভাপতি অলোক প্রিয় বড়ুয়া রিন্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

দীপেন দেওয়ান আরো বলেন, আমি হলফ করে বলতে পারি বড়ুয়া সম্প্রদায়ের মানুষ অত্যন্ত মেধাবী ও চৌকস। আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে এগিয়ে যাবেন।

কথা দিচ্ছি আমি নির্বাচিত হলে আপনারাসহ সকল জাতিগোষ্ঠীকে নিয়ে এগিয়ে যাবো। এ জন্য আগামী নির্বাচনে বিএনপির পক্ষে কাজ করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব.) সনদ বড়ুয়া বলেন, রাঙ্গামাটিতে অতি ক্ষুদ্র একটি জনগোষ্ঠী হলো বড়ুয়া জনগোষ্ঠী। এই শহরে আমাদের নিজস্ব যে বৌদ্ধাংকর বৌদ্ধ বিহার রয়েছে এটাতে যা কিছু অবকাঠামোগত উন্নয়ন হয়েছে তা শুধু বিএনপি সরকারের আমলেই হয়েছে। তাই এবার অবশ্যই জনগণ প্রার্থী দেখে ভোট দিবে আশা রাখি।

পরে বিহারে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।