শিরোনাম

ঢাকা, ৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহী বিভিন্ন দল ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ ঘোষণা করবে আজ ।
আজ রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঐক্য প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে এবি পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সহ কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকবেন।
নতুন রাজনৈতিক ঐক্য দেশের চলমান সংকট উত্তরণ এবং আগামী রাজনৈতিক প্রক্রিয়ায় যৌথ অবস্থান গঠনে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।