শিরোনাম

ঢাকা, ৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর তুরাগ এলাকায় একটি ১০ তলা আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ রোববার ভোরে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে দমকলকর্মীরা আগুন নেভাতে সক্ষম হন।
ভবন থেকে মোট ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন সামান্য আহত হয়েছেন। এখন পর্যন্ত গুরুতর আহতের কোন খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বাসসকে জানান, তুরাগের ৮/১ শুকুরভাঙ্গার ভবনটির পঞ্চম তলায় ভোর ৫টা ৫০ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে দমকলকর্মীরা আট মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান।
তারা সকাল ৬টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ৭টা ১৫ মিনিটে পুরোপুরি নিভিয়ে ফেলে।
উত্তরার দুইটি, পল্লবীর দুইটি, টঙ্গীর দুইটি এবং কুর্মিটোলার একটিসহ মোট সাতটি ইউনিট এই অভিযান চালায়।
ফায়ার কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার পর বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রথমে তাদের ওপরের তলা থেকে ছাদে নেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে সবাইকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।
বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস জানায়, ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক নিরাপত্তা মেনে চলার জন্য বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস।