বাসস
  ০৬ ডিসেম্বর ২০২৫, ১৯:০৭

সিলেটে অ্যাওয়ার্ড পেলেন ৩১০ জন স্কাউটস শিক্ষার্থী

ছবি : বাসস

সিলেট, ৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সিলেট অঞ্চলে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত শাপলা কাব ও প্রেসিডেন্ট'স অ্যাওয়ার্ডপ্রাপ্ত ৩১০ জনকে আজ শনিবার সম্মাননা ও সনদ প্রদান করা হয়েছে। 

এ উপলক্ষে আজ শনিবার সকালে সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চল এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। 

বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের সভাপতি প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, স্কাউটস সিলেট অঞ্চলের কমিশনার মো. আবদুল আজিজ ও উপ কমিশনার ড. মো. সিরাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

এসময় সিলেট অঞ্চলের কাব ও স্কাউটসের শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।