শিরোনাম

ঢাকা, ৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাষ্ট্রের যেকোনো সংকট মোকাবেলায় দলমত নির্বিশেষে সকল নাগরিককে জাতীয় দায়িত্ববোধ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম।
আজ আইএবি ঢাকা মহানগর দক্ষিণের মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। তাই রাষ্ট্রীয় সংকটে সবার সমন্বিত অবদান আজ অত্যন্ত জরুরি।
ইমতিয়াজ আলম আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ‘পতিত ফ্যাসিবাদ’ দেশকে আন্তর্জাতিক অঙ্গনে অস্থিতিশীল দেখাতে নানামুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এজন্য অভ্যন্তরীণ ষড়যন্ত্রের পাশাপাশি বহির্বিশ্বেও তাদের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। দেশপ্রেমিকরা এসব অপচেষ্টা প্রতিহত করতে সর্বদা প্রস্তুত রয়েছে, ইনশাল্লাহ।
তিনি বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন নতুন সংকটের জন্ম দিতে পারে। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হলে নির্বাচন ও পরবর্তী সরকার প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি কালোটাকা ও পেশিশক্তি প্রতিরোধে সরকারকে এখন থেকেই কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন। তিনি বলেন, ভীতির পরিবেশ সৃষ্টি হলে ফ্যাসিবাদ সুযোগ নিতে পারে। নিরাপদ ভবিষ্যৎ নির্ভর করছে নির্বাচন কমিশনের সদিচ্ছার ওপর। তাই নির্বাচন সংশ্লিষ্ট সব পক্ষকে এখন থেকেই জবাবদিহির আওতায় আনা প্রয়োজন।
ইসলামী আন্দোলনের নগর সেক্রেটারি আলহাজ আবদুল আউয়াল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি আলহাজ আনোয়ার হোসেন, সহসভাপতি আলহাজ এম এইচ মোস্তফা, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান সরকার, সাংগঠনিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, দপ্তর সম্পাদক অধ্যাপক ফজলুল হক মৃধা, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ নজরুল ইসলাম, কামাল হোসেন, জোবায়ের হোসেন উপস্থিত ছিলেন।