শিরোনাম

ঢাকা, ৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর কড়াইল বস্তিতে ২৫ নভেম্বরের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
আজ গুলশান টিঅ্যান্ডটি মাঠে আনসার ও ভিডিপির ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক মো. আশরাফুল আলম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪০০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে আশরাফুল আলম বলেন, এই কঠিন সময়ে আপনাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব এবং মানবিক অঙ্গীকার। আনসার ভিডিপি সবসময় জনগণের নিরাপত্তা ও সহায়তায় নিবেদিত, বিশেষ করে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনরুদ্ধার প্রক্রিয়ায়। আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টাই আপনাদের স্বাভাবিক জীবনে দ্রুত ফিরতে সহায়তা করবে। যে কোনো প্রয়োজনে বাহিনী আপনাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্নিকাণ্ডের পরপরই গত ২৮ নভেম্বর মহাপরিচালকের নির্দেশে কড়াইল বস্তির ভেতরে একটি জরুরি মানবিক সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়। কেন্দ্রটি ত্রাণ বিতরণ, তথ্য সহায়তা এবং তাৎক্ষণিক প্রয়োজন মেটানোর প্রধান সমন্বয় স্থল হিসেবে কাজ করছে।
মানবিক নিরাপত্তার প্রতি দায়িত্ববোধ থেকে আনসার ভিডিপি শুধু শীতবস্ত্র বিতরণই নয়, আজ টানা আট দিন ধরে ক্ষতিগ্রস্তদের দুই বেলা রান্না করা খাবার সরবরাহ করেছে। এর আগে ২৯ নভেম্বর ৫০০টি কম্বল বিতরণের মাধ্যমে শীতার্ত মানুষের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়।
এতে আরও বলা হয়, দুর্যোগ ও সংকট মুহূর্তে জনগণের পাশে দাঁড়ানোয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বরাবরই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ অগ্নিকাণ্ডের ক্ষেত্রেও দ্রুত, সমন্বিত ও মানবিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বাহিনীটি ক্ষতিগ্রস্ত মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে উল্লেখযোগ্য অবদান রেখেছে।