শিরোনাম

ঢাকা, ৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : দ্য কুইন কমনওয়েলথ এ্যাসে কম্পিটিশন ২০২৫-এ বাংলাদেশ থেকে জুনিয়র গ্রুপে আনান মুস্তাফিজ গোল্ড অ্যাওয়ার্ড বিজয়ী। সে বর্তমানে স্ট্যান্ডার্ড ফাইভের শিক্ষার্থী।
চলতি বছরের ২৩ মে প্রতিযোগিতায় অংশগ্রহণের সময় সে ছিল স্ট্যান্ডার্ড ফোর-এর শিক্ষার্থী ছিল। এ বছর রেকর্ড ৫৩ হাজার ৪৩৪ জন অংশগ্রহণকারীর মধ্যে আনান শীর্ষ ৫০ জনের একজন।

পুরস্কার পাওয়ায় আনান দারুণ খুশি ও উচ্ছ্বসিত। আগামী বছর আরও ভালো করতে এবারের পুরস্কার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
শিশুদের জন্য সুন্দর একটি দেশ ও শিক্ষার পরিবেশ নিয়ে লেখা রচনাটি মূলত আনানের স্বপ্নের প্রকাশ।
আনান মুস্তাফিজ ২০২৩ সালে আইসিটি বিভাগ আয়োজিত স্মার্ট চিলড্রেন কার্নিভালে ১৪ হাজার অংশগ্রহণকারীর মধ্যে কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়।
আনান মুস্তাফিজ সিনিয়র সাংবাদিক রহমান মুস্তাফিজ ও কাজী তামান্না দম্পতির সন্তান।