বাসস
  ০৫ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৭

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নোয়াখালীতে সাংবাদিকদের দোয়া

বৃহস্পতিবার রাতে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়নের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় । ছবি: বাসস

নোয়াখালী, ৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় নোয়াখালীতে সাংবাদিকদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে জেলার প্রেসক্লাব মিলনায়তনে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এ বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ইউনিয়নের সভাপতি লিয়াকত আলী খানের সভাপতিত্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি ডা. বোরহান উদ্দিন। মোনাজাতের আগে তিনি বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন, দেশের মানুষের জন্য তাঁর ত্যাগ, স্বামী-সন্তান হারানো এবং ফ্যাসিস্ট সরকারের জেল-জুলুমের কষ্টকর স্মৃতি স্মরণ করেন। তিনি সকলকে দলমতের ঊর্ধ্বে উঠে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার আহ্বান জানান।

মোনাজাতে তিনি বলেন, খালেদা জিয়ার নেক হায়াত আমাদের জন্য মঙ্গল, এই জাতির জন্য কল্যাণ বয়ে আনবে। বর্তমানে দেশের মানুষের জন্য, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বেগম জিয়া সুস্থ হয়ে উঠুন। আল্লাহ যেন গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন এই নেত্রীকে আরোগ্য দান করে দেশের খেদমত করার তৌফিক দান করেন।

দোয়া অনুষ্ঠানে সময় টিভির স্টাফ রিপোর্টার সাইফুল্লাহ কামরুল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান, চলতি ধারার সম্পাদক এমবি আলম, দৈনিক আমার দেশ প্রতিনিধি আজাদ ভূঁইয়া, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি শাহাদাৎ বাবু, দৈনিক আজকাল পত্র এর সম্পাদক সাজ্জাদ হোসেন, এখন টিভির স্টাফ রিপোর্টার নাসিম শুভ, মাই টিভির জেলা প্রতিনিধি ইউনুস শিকদার, দৈনিক আজকের নোয়াখালীর প্রতিনিধি নাফিস ইকবালসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।