বাসস
  ০৪ ডিসেম্বর ২০২৫, ২২:০০

ইসিকে দেওয়া সহায়তা সম্পর্কে রাজনৈতিক দলগুলোকে অবহিত করল জাতিসংঘ

ঢাকা, ৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশের নির্বাচন কমিশনকে দেওয়া কারিগরি সহায়তা সম্পর্কে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে অবহিত করেছে জাতিসংঘ। এতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসির কার্যক্ষমতা জোরদার, ভোট নিয়ে জনসচেতনতা, অন্তর্ভুক্তি ও তথ্যের শুদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে সহায়তা প্রদানের বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অধিবেশনে জাতিসংঘের প্রতিনিধি দল রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের কাছে তাদের নির্বাচনি সহায়তার প্রধান উপাদানগুলোর একটি সারসংক্ষেপ উপস্থাপন করেছে। এরপর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

ব্যালট প্রকল্পের আওতায় জাতিসংঘ নির্বাচন কমিশনকে নির্বাচনি কর্মীদের প্রশিক্ষণ, ভোটার ও নাগরিক সচেতনতা উদ্যোগ, প্রয়োজনীয় নির্বাচনি সামগ্রী সরবরাহ এবং নির্বাচনি প্রক্রিয়ায় অন্তর্ভুক্তি বৃদ্ধিতে সহায়তা করছে।

জাতিসংঘ বলেছে, কঠোর মৌলিক নীতিমালা অনুসরণ করে তাদের এ সহায়তা প্রদান করা হচ্ছে। এ নীতির মধ্যে রয়েছে— জাতীয় সার্বভৌমত্ব ও মালিকানার প্রতি শ্রদ্ধা, মানবাধিকারের উন্নয়ন এবং নিরপেক্ষতা, পক্ষপাতহীনতা ও স্বাধীনতার প্রতি অবিচল প্রতিশ্রুতি।