বাসস
  ০৪ ডিসেম্বর ২০২৫, ২০:৫৬

বাংলা একাডেমিতে ১০ ডিসেম্বর থেকে বাপুস’র ‘বিজয় বইমেলা’ শুরু 

প্রতীকী ছবি

ঢাকা, ৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আগামী ১০ থেকে ২২ ডিসেম্বর বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘বিজয় বইমেলা-২০২৫’ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ পুস্তক  প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)।

আজ বৃহস্পতিবার বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্নারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়। 

বিজয় বইমেলা উদযাপন জাতীয় কমিটির যুগ্ম সমন্বয়কারী এবং গ্রন্থিক প্রকাশনের প্রকাশক রাজ্জাক রুবেল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

এতে বলা হয়, ১০ ডিসেম্বর বিকেল ৪ টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। বিজয় বইমেলা প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। ছুটির দিন বেলা ১১টা থেকে মেলা চলবে রাত ৯টা পর্যন্ত। 

বাপুস সূত্র জানায়, এ বিজয় বইমেলা কেবল বই কেনাবেচার বাণিজ্যিক আয়োজন নয় বরং এটি জাতির বুদ্ধিবৃত্তিক বিকাশ গঠনে এক ঐতিহাসিক পদক্ষেপ।