শিরোনাম

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে আপোসহীন লড়াকু নেত্রী, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।
আজ এক বার্তায় বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি এবং পূর্ণ রোগমুক্তির জন্য দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানান।
তারা বলেন. ‘জাতীয় রাজনৈতিক অঙ্গনে তাঁর দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও দৃঢ় অবস্থান দেশের রাজনীতির এক উল্লেখযোগ্য অধ্যায়।’
নেতৃবৃন্দ তাঁকে দেশের গণতান্ত্রিক সংগ্রাম ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘বেগম খালেদা জিয়ার প্রজ্ঞা ও উপস্থিতি দেশের বর্তমান রাজনৈতিক রূপান্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের গণতন্ত্রে তাঁর অবদান অমলিন।’