বাসস
  ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮

সাভারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ঢাকা, ৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ এবং গ্যাসের অপব্যবহার রোধকল্পে সাভারের আশুলিয়া ও গোরাট এলাকায় গতকাল (বুধবার) অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সব অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২টি স্পটে ৩ কিলোমিটার অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করা হয়। 

একই সঙ্গে, প্রায় ৭০০টি অবৈধ আবাসিক গ্যাস বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। 

এছাড়াও প্রায় ৬০০ মিটার অবৈধ পাইপ অপসারণ করা হয়। 

ফলে তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্নকৃত গ্যাসের লোড দাঁড়ায় ঘন্টা প্রতি ১৪ হাজার ৭০০ ঘনফুট।

এই অভিযানের ফলে মাসিক গ্যাস সাশ্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৯৯ হাজার ৯০২ ঘনমিটার। 

যার আনুমানিক আর্থিক মূল্য ১৭ লাখ ৯৮ হাজার ২৩৬ টাকা। 
তবে এ অভিযানে কোনো অর্থদণ্ড আরোপ করা হয়নি।

বৈধ গ্রাহকদের কাছে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এবং গ্যাসের অপচয় রোধে অবৈধ সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।