বাসস
  ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮

খালেদা জিয়া’র সুস্থতা কামনায় পল্লবী ও রূপনগরবাসীর সম্মিলিত দোয়া

ছবি : বাসস

ঢাকা, ৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও সুস্থতা কামনায় পল্লবী ও রূপনগরবাসীর সম্মিলিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করেন ঢাকা-১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক। 

গতকাল অনুষ্ঠিত এ দোয়া অনুষ্ঠানে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বিএনপি’র মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।