শিরোনাম

ঢাকা, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের সীতাকুণ্ডে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৩ জনকে আটক করা হয়েছে।
বুধবার রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৪টায় কোস্টগার্ড স্টেশন ভাটিয়ারি সীতাকুণ্ড থানাধীন কুমিরা ইউনিয়নের মাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ১টি দেশীয় একনলা বন্দুক, ৭টি সীসা কার্তুজ ও ৩টি দেশীয় অস্ত্রসহ ৩ জনকে আটক করা হয়। জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম আরও জানান, সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করবে।