শিরোনাম

ঢাকা, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : দাখিলকৃত সম্পদ বিবরণীতে তথ্য গোপন, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থপাচারের অভিযোগে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক সচিব ও ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’-এর সাবেক প্রকল্প পরিচালক ড. প্রশান্ত কুমার রায়ের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান কমিশনের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম।
দুদক জানায়, আসামি ড. প্রশান্ত কুমার রায় সম্পদ বিবরণীতে ১ কোটি ২০ লাখ ৯৩ হাজার ৩৫১ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা প্রদান করেছেন। এতে তিনি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারা লঙ্ঘন করেছেন।
এ ছাড়া, তিনি অসাধু উপায়ে অর্জিত ও জ্ঞাত আয় উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭৭ লাখ ৫৩ হাজার ৭৬৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন এবং তার নিজ ও মেয়েদের নামে খোলা ১২টি ব্যাংক হিসাবে মোট ১৮ কোটি ৫৩ হাজার ৭১৯ টাকা জমা রেখে পরবর্তীতে তা উত্তোলন বা স্থানান্তর করেছেন। এসব অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় চার্জশিট দাখিল করা হয়েছে।
ড. প্রশান্ত কুমার রায় খুলনার বটিয়াঘাটা থানার গোপ্তমারী গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে ঢাকার মোহাম্মদপুরের কাদিরাবাদ হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে বসবাস করছেন।