শিরোনাম

ঢাকা, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস): দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) দেশের প্রতিটি প্রান্তে উচ্চমানের সিএমএ পেশাগত শিক্ষা পৌঁছে দিতে একটি বৃহৎ ডিজিটাল রূপান্তর উদ্যোগের উদ্বোধন করেছে।
এই উদ্যোগের লক্ষ্য হলো দেশের শহর ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী, সহজলভ্য এবং আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিত করা।
২ ডিসেম্বর ঢাকার নীলক্ষেতস্থ আইসিএমএবি ভবনে ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এই ডিজিটালাইজেশন উদ্যোগের মাধ্যমে দেশের যেকোনো স্থান থেকে শিক্ষার্থীরা লাইভ ও রেকর্ডেড ক্লাস, উন্নত একাডেমিক রিসোর্স এবং সমমানের শিক্ষা পাবেন। এ উদ্যোগ দক্ষ পেশাজীবী তৈরি এবং দেশের আর্থিক, শিল্প ও করপোরেট খাতে দীর্ঘমেয়াদি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
আইসিএমএবি সভাপতি মাহতাব উদ্দিন আহমেদসহ কাউন্সিল সদস্যবৃন্দ, শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যম প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আইসিএমএবি’র সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে আমরা দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সমমানের সিএমএ শিক্ষা পৌঁছে দিতে চাই। সিএমএ ডিগ্রি প্রচলিত এমবিএ ডিগ্রির তুলনায় একটি শক্তিশালী এবং সাশ্রয়ী বিকল্প হতে পারে।