শিরোনাম

ঢাকা, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় ৪ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। আজ বুধবার বেলা ১০টায় বিমানবন্দরের ৮ নম্বর হ্যাংগার গেট এলাকায় ঘটনাটি ঘটে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো: আশিকউজ্জামান জানান, বিমানবন্দরের ৮ নম্বর হ্যাংগার গেট এলাকায় এক ব্যক্তির ফ্রান্সগামী পার্সেল (কাগজের কার্টুন) স্ক্যানিং মেশিনে পরীক্ষা করার সময় সন্দেহ হয় কর্তব্যরত প্লাটুন কমান্ডার মো. আশরাফুল আলম এবং আনসার মো. সালাউদ্দিন মিয়ার। এসময় কার্টুনটি তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবা জব্দ করাসহ ওই ব্যক্তিকে আটক করে দায়িত্বরত আনসার সদস্যরা। তদন্তের স্বার্থে আটক ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।
জব্দকৃত ৪ হাজার পিস ইয়াবা ও আটক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।