বাসস
  ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯:১৯

ডিএমপি বিশেষ ম্যাজিস্ট্রেট আদালতে নভেম্বরে ৩,২০০ মামলার নিষ্পত্তি

ঢাকা, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ মহানগর ম্যাজিস্ট্রেট আদালত নভেম্বর মাসে মোট ৩ হাজার ২০৮টি মামলার নিষ্পত্তি করেছে। এর মধ্যে ২ হাজার ৭৯৪টি ফৌজদারি মামলা এবং ৪১৪টি ট্রাফিক মামলা রয়েছে।

অভিযানে গ্রেফতার হওয়া ৪ হাজার ৩৯৯জনের মধ্যে ১ হাজার ৭০৪জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

ফৌজদারি কার্যবিধির আওতায় তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করে এসব অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ও ছোটখাটো অপরাধ দ্রুত নিষ্পত্তি করা হয়।

আইন কর্মকর্তা (জেলা জজ) মোহাম্মদ আতাউল হক ডিএমপির বিভিন্ন বিভাগের মামলার নিষ্পত্তি ও গ্রেফতারের বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করেছেন।

সেখানে পাওয়া তথ্য মতে, মতিঝিল বিভাগে ৩৫৫জনকে গ্রেফতার করা হয়। মামলা হয় ২৮২টি। জরিমানা আদায় হয়েছে ২ লাখ ১১ হাজার ৯০০ টাকা এবং সাজা হয় ২২৬ জনের।

ওয়ারীতে গ্রেফতার করা হয় ২৮০জনকে। মামলা হয়েছে ২১৯টি। জরিমানা আদায় হয়েছে ১ লাখ ৭ হাজার ৪০০ টাকা। সাজা পেয়েছে ১১৯ জন।

তেজগাঁওতে ৮৬৩জন গ্রেফতার করা হয়। মামলা হয় ৩০৬টি। জরিমানা আদায় হয়েছে ১ লাখ ২৫ হাজার ৯০০ টাকা এবং সাজা পেয়েছে ১৩৪জন।

গুলশানে গ্রেফতার করা হয় ৪২৩জনকে। মামলা হয় ২৩৮টি। জরিমানা আদায় হয়েছে ৮৫ হাজার ৩৫০ টাকা। সাজা হয় ১৪জনের।

লালবাগে গ্রেফতার করা হয়েছে ২৮১জন। মামলা হয় ২১৭টি। জরিমানা আদায় হয় ১ লাখ ১ হাজার ৪০০ টাকা এবং সাজা পেয়েছে ২০৩জন।

সর্বাধিক গ্রেফতার করা হয় মিরপুরে, ১ হাজার ৩৯জন। ৪৮৪টি মামলার মাধ্যমে ২ লাখ ৭০ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সাজা পেয়েছে ৩৯৩জন।

উত্তরাতে গ্রেফতার হওয়া ৮০৯ জনের বিরুদ্ধে ৮০৯টি মামলা দায়ের হয়। এতে ৫ লাখ ৬১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। সাজা হয় ৪৪২জনের।

এ ছাড়া ডিএমপির রমনা বিভাগ থেকে ৩৪৯জনকে গ্রেফতার করা হয়েছে। মামলা হয় ২৩৯টি। জরিমানা আদায় করা হয় ১ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা। সাজা হয় ১৭৩জনের।

অন্যদিকে ডিএমপির বিভিন্ন বিভাগের ট্রাফিক মামলাও নিষ্পত্তি করা হয়েছে। মতিঝিলের ৭৩৬টি মামলার মধ্যে ৩৭টি নিষ্পত্তি হয়েছে। জরিমানা আদায় হয়েছে ৯৩ হাজার ২০০ টাকা। তেজগাঁও বিভাগের ১ হাজার ১৬৯টি মামলার মধ্যে ৩৫টির নিষ্পত্তি হয়েছে। জরিমানা আদায় হয়েছে ৪৬ হাজার ৯০০ টাকা।

ওয়ারী বিভাগে ৩৬৭টি মামলার মধ্যে ২৬টির নিষ্পত্তি হয়েছে। ৩৫ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়। গুলশানের ১ হাজার ২৮৮ মামলার মধ্যে ৪২টির নিষ্পত্তি এবং ৪২ হাজার২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

মিরপুর ট্রাফিক বিভাগের ১ হাজার ৭৭টি মামলার মধ্যে ৬৭টির নিষ্পত্তি এবং ৯৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রমনা বিভাগের ৭০৯টি মামলার মধ্যে ৪৬টি নিষ্পত্তি এবং ৪৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। লালবাগে ৬৯৭টি ট্রাফিক মামলার মধ্যে ৬৪টির নিষ্পত্তি এবং ৩৪ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে ।

এ ছাড়া উত্তরা বিভাগের ৯৯০টি মামলার মধ্যে ৯৭টি নিষ্পত্তি এবং ১ লাখ ৭১ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় হয়েছে।