শিরোনাম

ঢাকা, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৮৫৩টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪০টি বাস, ৬টি ট্রাক, ৩৩টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি ও ১০৪টি মোটরসাইকেলসহ মোট ২৭২টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২২ টি বাস, ৩৩ টি ট্রাক, ২১ টি কাভার্ডভ্যান, ২৭ টি সিএনজি ও ৫২ টি মোটরসাইকেলসহ মোট ১৯৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৮ টি বাস, ৪ টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ২১ টি সিএনজি ও ১৪২ টি মোটরসাইকেলসহ মোট ২২৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৪ টি বাস, ১০ টি ট্রাক, ২৫ টি কাভার্ডভ্যান, ৩০ টি সিএনজি ও ১৬৩ টি মোটরসাইকেলসহ মোট ৩৩৬ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ১৮টি বাস, ১টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ১৬৩টি মোটরসাইকেলসহ মোট ৩৫১ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১০টি বাস, ৭টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি ও ৫৭ টি মোটরসাইকেলসহ মোট ২৩২ টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, ১টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৩২টি মোটরসাইকেলসহ মোট ৯২টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ৭টি বাস, ৭ টি ট্রাক, ১৮টি সিএনজি ও ৯৬টি মোটরসাইকেলসহ মোট ১৪৯টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪২৬টি গাড়ি ডাম্পিং ও ২১১টি গাড়ি রেকার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির ট্রাফিক বিভাগ পরিচালিত অভিযানকালে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।