শিরোনাম

ঢাকা, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) বাংলাদেশের রাজনৈতিক দলসমূহকে নিয়ে পরিচালিত সাম্প্রতিক জাতীয় জরিপের ধারাবাহিকতায় আজ বুধবার রাজধানীতে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংলাপে অংশ নেয় আইআরআই প্রতিনিধি দল।
আইআরআই-এর সার্ভে রিসার্চ সেন্টারের সিনিয়র ডিরেক্টর সোনিয়া গ্লকেল, রিজিয়নাল ডিরেক্টর স্টিভ চিমা এবং পরামর্শক আমিতাভ ঘোষের নেতৃত্বে প্রতিনিধি দল এবি পার্টি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
সংলাপে আইআরআই প্রতিনিধি দল তাদের ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশের ফলাফল উপস্থাপন করে এবি পার্টি সংক্রান্ত গ্রাফ ও পরিসংখ্যানের বিস্তারিত ব্যাখ্যা দেন। জরিপে দেখা যায়, এবি পার্টিকে চেনেন ৮৪ শতাংশ এবং সমর্থন করেন ২১ শতাংশ ভোটার। প্রতিনিধি দল এবি পার্টির ক্রমবর্ধমান জনপ্রিয়তা, সংগঠনগত অগ্রগতি ও জনপরিচিতির ধারাবাহিক বৃদ্ধির প্রশংসা করে।
এবি পার্টির পক্ষ থেকে সংলাপে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক বিভাগের প্রধান ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, ব্যারিস্টার সানী আবদুল হক এবং শ্যাডো বিষয়ক কমিটির সদস্য ইমরান মাহমুদ।