বাসস
  ০২ ডিসেম্বর ২০২৫, ২২:১৪
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ২২:২৫

খালেদা জিয়ার সুস্থতায় বগুড়া মিডিয়া এন্ড কালচারাল সোসাইটির দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

ঢাকা, ২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির উদ্যোগে রাজধানীর জামিয়া আশরাফিয়া মাদরাসা ও এতিমখানায় প্রায় ২শ’ হাফেজ ও শিক্ষার্থীদের নিয়ে এ দোয়া মাহফিল হয়।

এ সময় দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির উপদেষ্টা সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন। 

তিনি বলেন, খালেদা জিয়া কখনও স্বৈরাচারের সঙ্গে আপোস করেননি। স্বৈরাচারের প্রস্তাবে দেশের বাইরে না গিয়ে কারাবরণ করেছেন। দেশ ও দেশের মানুষের জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ। বেগম জিয়া যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, সেজন্য সবাই দোয়া করবেন।

মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়াই দেশের অভিভাবক। দেশবাসীর দোয়ায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

এ সময় সংগঠনের সহ-সভাপতি কে. এম. রাশেদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম জনি, অর্থ সম্পাদক ইসহাক আসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক যায়েদ হোসেন মিশু, ক্রীড়া সম্পাদক মির্জা সম্রাট রেজা, প্রচার সম্পাদক জাহিন তালুকদার, গণমাধ্যমবিষয়ক সম্পাদক রাজু আরাফাত, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, সমাজসেবা সম্পাদক আজাদ আহমেদ ও সদস্য অরণ্য পাশা প্রমুখ উপস্থিত ছিলেন।