বাসস
  ০২ ডিসেম্বর ২০২৫, ২১:১৩

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই শিশু পাচারকারী আটক

ঢাকা, ২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মোসাঃ নাহার আক্তার (৪৫) ও মোসাঃ হাসিনা (৪০) নামে দুইজন শিশু পাচারকারীকে আটক করেছে দায়িত্বরত আনসার সদস্যরা। আজ দুপুরে হাসপাতালের পুরাতন ভবনের নিচতলার ১০৬ নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়। 
আনসার সূত্র জানায়, আটককৃত দুই নারী ৫০ হাজার টাকা চুক্তিতে একটি ছেলে শিশুকে ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে হাসপাতাল এলাকা ত্যাগ করার সময় সন্দেহ হলে হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত পিসি আলমগীর হোসেন, আনসার সদস্য মো. শামীম আহমেদ, মহিলা আনসার ফাতিমা এবং মহিলা আনসার রহিমা আক্তার তাদের থামান এবং জিজ্ঞাসাবাদে বিষয়টি নিশ্চিত হন। পরবর্তীতে তারা দুই নারীকে শিশুসহ আটক করেন। পরে বিষয়টি হাসপাতালের পরিচালক এবং শাহবাগ থানাকে অবহিত করেন হাসপাতালে কর্মরত আনসার সদস্যরা। বিকাল ৫টায় শাহবাগ থানার পুলিশ ঘটনাস্থলে এসে আটক দুই নারীকে থানায় নিয়ে যান।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, দুজনকে আটক করে থানায় দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।