শিরোনাম

ঢাকা, ২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। চার সদস্যের আংশিক কমিটিতে নাজমুল হাসান সভাপতি ও মোহাম্মদ সানাউল্লাহ হক সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
গতকাল সোমবার ছাত্র অধিকার পরিষদের উপদেষ্টা ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খান ও মুখপাত্র হাসান আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্য দুই সদস্য হলেন- সিনিয়র যুগ্ম সহসভাপতি নেওয়াজ খান বাপ্পী ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম।
নব নির্বাচিত সভাপতি নাজমুল হাসান বাসস’কে বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যদি কোনো সংগঠনের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা ও মহানগরে প্রকাশ্যে নেতৃত্ব দিয়ে থাকে তবে সেটি একমাত্র বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
তিনি আরও বলেন, ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলন সংগ্রামে শিক্ষার্থীদের অধিকার আদায়ের সঙ্গে যুক্ত ছিল বাংলাদেশ ছাত্র পরিষদ। সকল ধরনের সংকট, সীমাবদ্ধতা ও ষড়যন্ত্র মোকাবিলা করে, এই সংগঠনকে দেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠনে রূপান্তরিত করতে প্রতিশ্রুতিবধ্য থাকব।
উল্লেখ্য, ছাত্র অধিকার পরিষদের নব নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান ঢাকা কলেজের শিক্ষার্থী। এর আগে, তিনি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। অপরদিকে, মোহাম্মদ সানাউল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলেন।