বাসস
  ০১ ডিসেম্বর ২০২৫, ২১:৪২

আওয়ামী লীগ নেতা রশিদ শিকদারের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) :  জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগ লৌহজং উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। দুদকের উপ-সহকারী পরিচালক মো. ফারুক হোসেন বাদী হয়ে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলাটি দায়ের করেন।

দুদক জানায়, আব্দুর রশিদ শিকদার ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি নিজ নামে সম্পদ বিবরণী দাখিল করেন। সেখানে তিনি মোট ৯ কোটি ৬৬ লাখ ৩৪ হাজার ৫৩২ টাকার সম্পদের তথ্য দেন। তবে, অনুসন্ধানকালে দুদক তার নামে ৯ কোটি ৩৬ লাখ ৪২ হাজার ৯০৩ টাকার সম্পদ এবং ৮৯ লাখ ১৫ হাজার ১৩৪ টাকার পারিবারিক ব্যয়সহ মোট ১০ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৩৭ টাকার সম্পদ ভোগদখলের তথ্য পায়।

অপরদিকে দায়-দেনাসহ তার মোট বৈধ আয় পাওয়া যায় মাত্র ৩ কোটি ২৩ লাখ ৪৩ হাজার ৬৩১ টাকা। ফলে তার ঘোষিত সম্পদ ও বৈধ আয়ের মধ্যে ৭ কোটি ২ লাখ ১৪ হাজার ৪০৬ টাকার অপ্রদর্শিত ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ বৈষম্য পাওয়া যায় বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়।

আব্দুর রশিদ শিকদার বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি, এশিয়ান হকি ফেডারেশনের সদস্য, উষা ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান- লৌহজং ট্রেড ইন্টারন্যাশনাল লি., নূর বিজনেস লাইন, নিউট্রি ফ্রেশ ডেইরি ও পোল্ট্রি ফার্মের পরিচালক ও মালিক হিসেবে দায়িত্ব পালন করছেন।