শিরোনাম

ঢাকা, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনায় রাজধানীতে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে ‘আমরা বিএনপি পরিবার’।
আজ সোমবার বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ নিয়ে বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
দোয়া মাহফিল শেষে মসজিদ প্রাঙ্গণ, বনানী কবরস্থান ও গুলশান সোসাইটি জামে মসজিদের সামনে হতদরিদ্র, ছিন্নমূল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত বিশেষ এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, ‘আমরা বিএনপি পরিবার’- এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন ও সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
এছাড়া সংগঠনের সদস্য শাকিল আহমেদ ও ফরহাদ আলী সজীবসহ কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজু, গুলশান থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহজাহান কবির, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব এবং বিএনপি ও ছাত্রদলের স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।