শিরোনাম

ময়মনসিংহ, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, নিরাপত্তা, মৌলিক অধিকার ও গণতন্ত্রসহ সবক্ষেত্রেই বাংলাদেশ গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আর এই সংকটের সর্বাধিক শিকার নারী সমাজ।
আজ সোমবার দুপুরে ধোবাউড়া উপজেলা মহিলা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করে বলেন, ভোটহীন আওয়ামী সরকারের দুঃশাসন, নারীর ওপর সহিংসতা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তাহীনতা নারীর অগ্রগতিকে বিপর্যস্ত করেছে। তাই নারী নির্যাতন, ধর্ষণ, কর্মসংস্থানে বৈষম্য মুক্ত হয়ে নারী বান্ধব পরিবেশ গড়ে তুলতে জনগণের নির্বাচিত গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই।
প্রিন্স বলেন, বিএনপি জনগণের সরকার হিসেবে প্রতিষ্ঠিত হলে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগ করা হবে। নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ তহবিল, ছাত্রীদের জন্য জাতীয় বৃত্তি কর্মসূচি এবং অসহায়, বিধবা ও প্রান্তিক নারীর জন্য আরও শক্তিশালী সামাজিক সুরক্ষা কাঠামো গড়ে তোলা হবে। পাশাপাশি পরিবারের গৃহকর্ত্রীদের নামে ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাদ্য প্রণোদনা প্রদান এবং কর্মক্ষেত্র ও গণপরিবহনে নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে।
নবগঠিত কমিটির নেত্রীদের উদ্দেশে প্রিন্স বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচনে মহিলা দলই হবে ঘরে ঘরে সংগঠনের শক্তি। প্রতিটি ঘরকে পরিবর্তনের দুর্গে রূপান্তরিত করতে হবে। পাড়া-মহল্লা, গ্রাম-শহরের প্রতিটি ঘরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করার আহ্বান জানান তিনি।
ধোবাউড়া উপজেলা মহিলা দলের সভানেত্রী পুষ্প নাহারের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তাহমিনা খাতুন।
সভায় বক্তব্য দেন প্রিন্সের সহধর্মিণী সৈয়দা আফরোজা এমরান, সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, যুগ্ম আহ্বায়ক ফরহাদ রাব্বানী সুমন এবং মহিলা দলের নেত্রী হেলেনা মানখিন। সভায় জেলা ও উপজেলা বিএনপি এবং মহিলা দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।