শিরোনাম

ঢাকা, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): রাজধানীর মোহাম্মদপুরের জহুরি মহল্লার একটি আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ সোমবার বিকেল ৪টার দিকে ৬ তলা একটি আবাসিক ভবনের ৬ষ্ঠ তলায় আগুন লাগে এবং মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট কাজ করে বিকেল ৪টা ২৫ মিনিটের মধ্যে তা নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস আজ এ তথ্য নিশ্চিত করেছে।