শিরোনাম

ঢাকা, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ছাত্রদলের সাবেক নেতা সাদ্দাম হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামিসহ দুইজনকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ ও র্যাব-৩ এর যৌথ অভিযানে ৩০ নভেম্বর রাতে ঢাকার সবুজবাগ থানাধীন ৫৮নম্বর দক্ষিণ বাসাবো এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিরা হলো- দেলোয়ার হোসেন দিলীপ (৪৯) ও বাবুল মিয়া (৩৩)।
র্যাব জানায়, ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে লায়ন শাকিল গ্রুপ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপের মধ্যে বিরোধ ছিল।
এ বছর গত ২৭ নভেম্বর রাতে লায়ন শাকিল ও তার সহযোগীরা দেলোয়ার হোসেন দিলীপের লোকজনের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। এতে তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়।
ওইদিন রাতেই আবার গোলাগুলির ঘটনা ঘটে। এতে ছাত্রদলের সাবেক নেতা সাদ্দাম নিহত হয়। নিহত সাদ্দামের পরিবারের অভিযোগ রাতে দেলোয়ার হোসেন দিলীপ ও তার সহযোগীরা সাদ্দামকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরে সাদ্দামের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় গত ২৮ নভেম্বর নিহত সাদ্দামের বাবা বাদি হয়ে দেলোয়ার হোসেন দিলীপসহ সাতজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৫/৭ জনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি হত্যা মামলা করেন।
গ্রেফতারকৃত আসামিদ্বয়কে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।