শিরোনাম

ফেনী, ২৮ নভেম্বর,২০২৫ (বাসস) : বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে ধানের শীষের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, ‘দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগন ধানের শীষের পক্ষেই রায় দেবেন।’
তিনি বলেন, ‘আমরা আশা করি আমাদের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী হবেন। তাহলে দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। দেশ কাঙ্ক্ষিত উন্নয়নের দিকে এগিয়ে যাবে।’
তিনি আজ শুক্রবার দাগনভূঞা উপজেলার বৈরাগীর বাজার, কোরাইশ মুনশী বাজার, দরবেশের হাট, রাজাপুর বাজার ও গজারিয়া বাজারের পথসভায় বক্তব্য রাখেন।
ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভায় তিনি আরও বলেন, ‘আমি আপনাদের কাছে দোয়া চাইতে এসছি। আমি যদি সুযোগ পাই, তাহলে আমার প্রথম কাজ হবে দাগনভূঞাতে চুরি, বদমায়েশি, চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ করা। বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির কোন সুযোগ নেই। চাঁদাবাজদের তালিকা ইতিমধ্যে আমরা পেয়ে গেছি।’
তিনি আরও বলেন , ‘আমার পিতা আপনাদের ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ছিলেন। আমার জানামতে আজ পর্যন্ত দাগনভূঞার কোনো লোক বলে নাই যে তিনি কারো সাথে ব্যবহার ভালো করে নাই। উনি জীবনের শেষদিন পর্যন্ত এ দাগনভূঞার মানুষের জন্য কাজ করে নাই এমন কথা কেউ বলতে পারবে না। আমি আপনাদের এ কথা বলতে পারি যে, আমি আমার পিতার পদাঙ্ক অনুসরণ করব। যদি আপনারা আমাকে নির্বাচিত করেন তাহলে আমাকে সবসময় পাশে পাবেন।’
পথসভায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির আহবায়ক মো. আকবর হোসেন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রচারনা শেষে রাতে তিনি দাগনভূঞা উপজেলার ওমরাবাদে জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় আমীর মকবুল আহমদের কবর জিয়ারত করেন।
প্রসঙ্গত: দলীয় মনোনয়ন ঘোষণার পর বৃহস্পতিবার দুপুরে তিনি নিজ এলাকায় আসেন এবং বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য রাখেন।