বাসস
  ২৮ নভেম্বর ২০২৫, ২২:২০

ডেঙ্গু নিয়ন্ত্রণে ধানমন্ডিতে ডিএসসিসির বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

ছবি : সংগৃহিত

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : ডেঙ্গু নিয়ন্ত্রণ ও প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) আজ ধানমন্ডি এলাকার ১৫ নম্বর ওয়ার্ডে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে।

এই অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক মো. মাহমুদুল হাসান।

অভিযানে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ এবং স্বাস্থ্য বিভাগের প্রায় নয় শতাধিক পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মী অংশ নেন। স্থানীয় বাসিন্দা, সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবকরাও এতে যোগ দেন।

সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে লেক, ড্রেন, নর্দমা, ফুটপাত এবং আশপাশের ঝোপঝাড়ে জমে থাকা বর্জ্য অপসারণ করা হয়। একই সঙ্গে বিভিন্ন স্পটে মশার ওষুধ প্রয়োগ, লার্ভা ধ্বংসে বিশেষ কেমিক্যাল ব্যবহার এবং সম্ভাব্য প্রজননক্ষেত্র চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানের অংশ হিসেবে ধানমন্ডি সোসাইটি এবং ধানমন্ডি আবাসিক এলাকা করদাতা সমিতির সহযোগিতায় জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়। বাড়ি বাড়ি লিফলেট বিতরণ করে বাসিন্দাদের পানি জমে থাকা পরিবেশ এড়ানো, নিয়মিত বাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং ডেঙ্গু ঝুঁকি কমানোর নির্দেশনা জানানো হয়।

অভিযান চলাকালীন ব্রিফিংয়ে ডিএসসিসির প্রশাসক বলেন, সিটি কর্পোরেশনের কাজকে সফল করতে নগরবাসীর অংশগ্রহণ অপরিহার্য।

এলাকাভিত্তিক চাহিদা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে আমরা নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে কার্যকর সেবা নিশ্চিত করতে চাই উল্লেখ করে তিনি বলেন, 'সুন্দর, বাসযোগ্য, পরিচ্ছন্ন ও দূষণমুক্ত নগর গড়তে বাসাবাড়ি, দোকান ও বিপণি-বিতানের বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে হবে। যত্রতত্র ময়লা ফেলা বন্ধে সবাইকে সচেতন হতে হবে।'

এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, বিভিন্ন বিভাগের প্রধান, স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ওয়ার্ডবাসী উপস্থিত ছিলেন।

ডিএসসিসির কর্মকর্তারা জানান, মৌসুমি ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি এমন বিশেষ অভিযান ভবিষ্যতেও বিভিন্ন ওয়ার্ডে পরিচালিত হবে।