বাসস
  ২৮ নভেম্বর ২০২৫, ২১:০২

সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি বাউল শিল্পী-সমর্থকদের 

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাউল শিল্পী ও সমর্থকরা তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। 

আজ শুক্রবার বিকেলে বাউল সমর্থকরা কেন্দ্রীয় শহীদ মিনারে এ দাবিতে সমাবেশের আয়োজন করেন।

সমাবেশে বক্তারা বলেন, বাউল সম্প্রদায় সবসময় শান্তি ও সহনশীলতার পথ অনুসরণ করেছে এবং কখনো হিংসার পথ বেছে নেয়নি।

তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, যেকোনো মাজার বা আখড়ায় হামলা হলে দেশে বাউল সংস্কৃতির অস্তিত্বই সংকটে পড়বে।

বাংলা লোকসঙ্গীত এবং লোক ও বাউল সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার জন্য নিরাপত্তা জোরদারের দাবিও জানান তারা। 

বক্তারা বলেন, বাউল সঙ্গীত ও লোকজ সংস্কৃতি বাংলার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ, যা বহু প্রজন্ম ধরে মানবতা, সহমর্মিতা ও মরমী ভাবের বার্তা বহন করে।

বিকৃত ব্যাখ্যার অভিযোগে বাউলদের লক্ষ্যবস্তু বানানো হলে দেশীয় ও স্থানীয় সংস্কৃতি বিপন্ন হবে উল্লেখ করে বক্তারা সামাজিক শৃঙ্খলা ও শান্তির আহ্বান জানান। 

দেশের বিভিন্ন এলাকা থেকে বহু বাউল শিল্পী ও সমর্থক এই সমাবেশে যোগ দেন। কবি ও চিন্তক ফরহাদ মজহার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।