বাসস
  ২৮ নভেম্বর ২০২৫, ১৯:৫০

রাজধানীর উত্তরায় জামায়াতের নির্বাচনী গণমিছিল

ছবি : বাসস

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর উত্তরায় আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনী গণমিছিল করেছে।

আজ শুক্রবার বাদ জুম্মা ১০ নম্বর সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে নির্বাচনী গণমিছিল বের করা হয়। মিছিলটি উত্তরা ১০ নম্বর সেক্টরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অঞ্চল সহকারী পরিচালক মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এবং তুরাগ মধ্য থানা আমীর গাজী মনির হোসাইনের পরিচালনায় এ গণমিছিলে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক।

এ ছাড়াও উত্তরা পশ্চিম আমীর মাজহারুল ইসলাম, উত্তরা পূর্ব আমীর মাহফুজুর রহমান, খিলক্ষেত পশ্চিম আমীর হাসনাইন আহমেদ, তুরাগ মধ্য আমীর গাজী মনির হোসাইন, তুরাগ দক্ষিণ আমীর আবু বকর সিদ্দিক ও তুরাগ উত্তর আমীর আলী হোসাইন উপস্থিত ছিলেন।

মিছিল পূর্ব সমাবেশে নেতৃবৃন্দ দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি, ন্যায়বিচার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক অধিকার এবং দলীয় বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।

সমাবেশে তারা ভোটারদের উদ্দেশে আগামী নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দেশ ও এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আহ্বান জানান।