শিরোনাম

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জন গ্রেফতার।
মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো সামির (১৯), জামাল (৩০), সুমন (২৩), সজীব (২৮), রাসেল (৪৫), সোহেল (২৮), ফায়জুর (১৯), সাজু (২১), সাজেদুল ইসলাম তুষার (৩০), সোহেল ওরফে টিপু (৩০), আরজু (৩৩), শামীম (৩৮), সজীব (২৫) ও আব্বাস (২২)।
গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ৫৫ পুরিয়া হেরোইন ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।