শিরোনাম

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৫ (বাসস): পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারকালে দলীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।
গতকাল (বৃহস্পতিবার) রাতে দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার বিকেলের হামলায় আহত হন বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
বিএনপির অভিযোগ, জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, জামায়াত কর্মীরা ভোটারদের আকৃষ্ট করতে নির্বাচনী প্রচারে ধর্মীয় কিছু বিষয় ব্যবহার করায় স্থানীয় কয়েকজন ধর্মপ্রাণ মানুষ প্রতিবাদ করেন।
এরপরই বিএনপি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে।
বিএনপি জানায়, তারা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই উত্তেজনা সৃষ্টি হয় এমন কিছুই বিএনপি করবে না। কারণ নির্বাচনী পরিবেশ অনিশ্চিত হলে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাও বাধাগ্রস্ত হবে।
হামলার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।