বাসস
  ২৭ নভেম্বর ২০২৫, ২০:২৫

কাঠমান্ডুতে বাংলাদেশ-নেপাল যৌথ আয়োজনে এশীয় আঞ্চলিক সম্মেলন শুরু

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর ইঞ্জিনিয়ারিং, জিওলজি অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট (আইএইজি)-এর ১৫তম এশিয়ান আঞ্চলিক কনফারেন্স (এআরসি) আজ নেপালের কাঠমান্ডুতে শুরু হয়েছে।

আগামী ২৯ নভেম্বর পর্যন্ত চলা এ কনফারেন্সের মূল লক্ষ্য সামাজিক ও টেকসই উন্নয়নে ভূ-প্রকৌশলের গুরুত্ব তুলে ধরা।

উদ্বোধনী অনুষ্ঠানে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন। নেপালের ভৌত পরিকল্পনা, পরিবহন, জ্বালানি, সেচ ও নগর উন্নয়ন মন্ত্রী ড. কুলমান ঘিসিং প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন বলে ঢাকায় প্রাপ্ত বার্তায় জানানো হয়েছে।

‘সামাজিক ও টেকসই উন্নয়নের জন্য ভূ-প্রকৌশল’ শীর্ষক এ সম্মেলনে এশিয়ার বিভিন্ন দেশের বিশেষজ্ঞ, গবেষক ও পেশাজীবীরা অংশ নিচ্ছেন। তারা ভূ-প্রকৌশল, পরিবেশগত স্থিতিশীলতা এবং টেকসই অবকাঠামো নির্মাণে সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে আলোচনা করবেন।

বাংলাদেশ থেকে প্রায় ৪০ জন ভূতাত্ত্বিক, গবেষক, বিজ্ঞানী ও পেশাজীবী আন্তর্জাতিক এই সম্মেলনে অংশগ্রহণ করছেন। এটি আঞ্চলিক বৈজ্ঞানিক সহযোগিতায় বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পৃক্ততাকে তুলে ধরছে।