শিরোনাম

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : আজ খুলনায় অনুষ্ঠিত ‘পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) ২০২৫’ ও ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) বিষয়ক কর্মশালায় অংশগ্রহণকারী নারী দরদাতারা সরকারি ক্রয়ে নারীর অংশগ্রহণ বাড়াতে নতুন কার্যকর পিপিআর, ২০২৫-এ সংযোজিত নারী-বান্ধব বিধানসমূহের প্রশংসা করেছেন।
পিপিআর ২০২৫-এ নারী-মালিকানাধীন প্রতিষ্ঠানসমূহের সরকারি ক্রয়ে অংশগ্রহণ উৎসাহিত করতে নির্দিষ্ট বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।
অংশগ্রহণকারীরা এসব বিধানকে অত্যন্ত ইতিবাচক হিসেবে অভিহিত করে বলেন, এসব বিধান নারীদের ই-জিপি প্ল্যাটফর্মে নিবন্ধন বাড়ানোর পাশাপাশি সরকারি ক্রয়ে তাদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।
বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) উদ্যোগে এবং বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি)-এর ব্যবস্থাপনায় খুলনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিপিপিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) এস এম মঈন উদ্দীন আহম্মেদ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
খুলনা জেলা প্রশাসক এ এস এম জামশেদ খোন্দকারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মোখতার আহমেদ।
বিপিপিএ পরিচালক ও জাতীয় প্রকিউরমেন্ট প্রশিক্ষক শাহ ইয়ামিন-উল ইসলাম পিপিআর,২০২৫-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে একটি বিস্তারিত উপস্থাপনা প্রদান করেন। যেখানে নারী-মালিকানাধীন প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তি উৎসাহিতকরণের বিধানসমূহ বিশেষভাবে ব্যাখ্যা করা হয়। বিপিপিএ’র পরিচালক মোহাম্মদ আলী আহমেদ খান কর্মশালায় উপস্থিত ছিলেন। খুলনার মোট ৩১ জন নারী দরপত্রদাতা এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বিপিপিএ’র সিইও বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী, তাই দেশের সার্বিক উন্নয়ন নারীর ক্ষমতায়ন ছাড়া সম্ভব নয়।
তিনি আরও বলেন, ‘আপনাদের সুবিধার্থে পিপিআর, ২০২৫-এ কয়েকটি গুরুত্বপূর্ণ বিধান সংযোজন করা হয়েছে। আমরা আজ খুলনায় এসেছি এসব বিষয়ে আপনাদের মতামত শুনতে।’
কর্মশালায় উপস্থিত কয়েকজন নারী দরদাতা জানান, তারা শুধু স্বামীর নির্দেশে দরপত্রে স্বাক্ষর করতে চান না বরং নিজেরা ই- প্রকিউরমেন্ট কার্যক্রম পরিচালনা করতে চান। তারা নারীদের সরকারি ক্রয়ের মূলধারায় নিয়ে আসতে বিপিপিএ’র সহায়তা কামনা করেন।
এসময় অংশগ্রহণকারীদের উত্থাপিত সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন বিভাগীয় কমিশনার।
জেলা প্রশাসক উল্লেখ করেন, ১৫ বছরের চাকরি জীবনে নারী দরদাতাদের সঙ্গে সরাসরি এমন কর্মশালায় অংশ নেওয়া তার প্রথম অভিজ্ঞতা। বিভাগীয় কমিশনারও একই অনুভূতি ব্যক্ত করেন।
বিপিপিএ সারা দেশে পিপিআর, ২০২৫ এবং ই-জিপি বিষয়ে সচেতনতামূলক ও সক্ষমতা বৃদ্ধি কার্যক্রম অব্যাহত রেখেছে। সংশোধিত পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এবং পিপিআর, ২০২৫ যুগপৎভাবে ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর তারিখে কার্যকর হয়।