বাসস
  ২৭ নভেম্বর ২০২৫, ১৯:১৭

খসড়া ইক্যুইটি রুলস-২০২৫ নিয়ে বিএসইসির সংলাপ অনুষ্ঠিত

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং পুঁজিবাজারের বিভিন্ন স্টেকহোল্ডারের মধ্যে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ) রুলস-২০২৫’ এর খসড়া নিয়ে গুরুত্বপূর্ণ এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে সংলাপটি অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিএসইসি চেয়ারম্যান খোন্দকার রাশেদ মকসুদ বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ) রুলস-২০২৫’ এর খসড়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংলাপে পুঁজিবাজারের স্টেকহোল্ডাররা প্রস্তাবিত বিধিমালার বিভিন্ন দিক নিয়ে তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।