শিরোনাম

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১০ দিনব্যাপী গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) ও নগর প্রতিরক্ষা দলের (টিডিপি) চতুর্থ ধাপে মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান হয়েছে।
দেশের বিভিন্ন জেলার ২১ হাজার ৬৪৫ জন প্রশিক্ষণার্থী স্বতঃস্ফূর্তভাবে এই প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন। শারীরিকভাবে সক্ষম, দেশপ্রেমিক ও নৈতিক চরিত্রের অধিকারী তরুণ-তরুণীদের এই প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হয়।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, অভিজ্ঞ প্রশিক্ষক মণ্ডলীর নিবিড় তত্ত্বাবধানে ১০ দিনব্যাপী এই মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণকারীগণ দেশের যেকোনো জাতীয় প্রয়োজনে দায়িত্ব পালনের মানসিকতা ও দক্ষতা অর্জন করেছেন। নিয়মিত পিটি, প্যারেড, ক্লাস ও বিশেষ সেশনের মাধ্যমে তারা সামাজিক, উন্নয়নমূলক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মানসিকতা গড়ে তুলেছেন। দেশের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় প্রশিক্ষণপ্রাপ্ত এসব তরুণ-তরুণী এখন আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত।
প্রশিক্ষণের সমাপনী দিনে সফলভাবে সম্পন্নকারীদের ‘প্রশিক্ষণ সনদপত্র’ প্রদান করা হয়। এছাড়াও কৃতিত্বের সঙ্গে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের ‘পুরস্কার ও ক্রেস্ট’ প্রদান করা হয়।
উল্লেখ্য, পর্যায়ক্রমে মোট ছয়টি ধাপে নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী ১ লাখ ৪০ হাজার ৭৬০ জন প্রশিক্ষণার্থীকে এই প্রশিক্ষণ প্রদান করা হবে।