শিরোনাম

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : উপমহাদেশের বৃহত্তম কসমেটিকস ও স্কিনকেয়ার প্রদর্শনী কসমোপ্রফ-ভারত ২০২৫ আগামী ৪-৬ ডিসেম্বর মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিশ্বের ২০টির বেশি দেশের ৮০০-রও বেশি গ্লোবাল ব্র্যান্ড অংশ নিচ্ছে এই আয়োজনে। আয়োজকরা আশা করছেন, প্রায় ১০ হাজার শিল্প-সংশ্লিষ্ট প্রতিনিধি ও পাঁচ লাখ দর্শনার্থী প্রদর্শনী পরিদর্শন করবেন।
বাংলাদেশ থেকে উৎপাদিত একাধিক গ্লোবাল ব্র্যান্ডের পণ্য এবার প্রথমবারের মতো কসমোপ্রফ-ভারতে প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে রিমার্কসহ কয়েকটি প্রতিষ্ঠান তাদের স্কিনকেয়ার ও কালার কসমেটিকস পণ্য কোরিয়া-ইউরোপিয়ান প্যাভিলিয়নে প্রদর্শন করছে। অংশগ্রহণকারীরা মনে করছেন, আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সঙ্গে একই প্ল্যাটফর্মে স্থান পাওয়া বাংলাদেশের কসমেটিকস শিল্পের জন্য একটি উল্লেখযোগ্য অগ্রগতি।
রিমার্ক জানায়, প্রতিষ্ঠানটি প্রায় চার শতাধিক স্কিনকেয়ার ও কসমেটিকস পণ্য নিয়ে অংশ নিচ্ছে, যার মধ্যে কিছু হালাল সার্টিফায়েড পণ্যও রয়েছে। কোম্পানিটির মতে, আন্তর্জাতিক এই মেলায় উপস্থিতি ভবিষ্যতে রপ্তানি বাজার সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।
শিল্প সংশ্লিষ্টরা বলছেন, কসমোপ্রফ-ভারতের মতো বড় আয়োজন বাংলাদেশের জন্য নতুন বাজার তৈরির সুযোগ বাড়ায়। ইতোমধ্যে থাইল্যান্ড, মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের রপ্তানি শুরু হয়েছে। এবারকার প্রদর্শনী থেকে আরও নতুন রপ্তানি অর্ডার আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তারা।
বাংলাদেশি অংশগ্রহণকারীরা মনে করেন, আন্তর্জাতিক মানদণ্ডে উৎপাদন, গবেষণা ও প্রযুক্তি উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকলে দেশ কসমেটিকস ও স্কিনকেয়ার উৎপাদনে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আরও প্রতিষ্ঠিত হবে।