শিরোনাম

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহারের মাধ্যমে প্রতারণা, হুন্ডি, অর্থপাচার, মানবপাচার, চোরাচালান, অনলাইন জুয়া ও বেআইনি গেমিংসহ আর্থিক অপরাধ দমনে সমন্বিত কৌশল নির্ধারণে সিআইডি সদর দপ্তরে আজ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহর সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংক, বিএফআইইউ, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), সিটিটিসি (ডিএমপি), বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক এবং বিকাশ, নগদ, রকেট, উপায়সহ এমএফএস প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ মোট ১৬টি সংস্থার বিশেষজ্ঞ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন। তাঁরা এমএফএসভিত্তিক অপরাধের সাম্প্রতিক প্রবণতা, সীমিত পরিচয়ভিত্তিক অ্যাকাউন্টের অপব্যবহার, গোপন পরিচয়ে লেনদেন এবং অপরাধলব্ধ অর্থ স্থানান্তরের কৌশল নিয়ে অভিজ্ঞতা তুলে ধরেন।
সভায় সিআইডি প্রধান বলেন, 'এমএফএস অপব্যবহার রোধে আইনগত কাঠামো, ঝুঁকি ব্যবস্থাপনা, তথ্য বিনিময় ও মনিটরিং আরও শক্তিশালী করতে হবে। নিয়মকানুন কঠোরভাবে বাস্তবায়ন এবং রেগুলেটরি সংস্থার শাস্তিমূলক ব্যবস্থার কার্যকর প্রয়োগ অপরিহার্য।'
সিআইডির কর্মকর্তারা তদন্ত ও আইনি প্রক্রিয়ায় যেসব বাস্তব চ্যালেঞ্জের মুখোমুখি হন তা উপস্থাপন করে মত দেন যে, ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ, বিটিআরসি, বিএফআইইউ ও পিএসডি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করলে ফাইন্যান্সিয়াল ক্রাইম নিয়ন্ত্রণ আরও সহজ হবে।
সভায় গৃহীত মতামতের আলোকে এমএফএস অপব্যবহার প্রতিরোধে দ্রুত পদক্ষেপ, আন্তঃসংস্থাপন সমন্বয় জোরদার এবং ফোকাল পয়েন্টদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়া হয়। ভবিষ্যতে সিআইডির নেতৃত্বে আরও কর্মশালা ও সমন্বিত উদ্যোগ নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।