শিরোনাম

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস): রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত আটজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।
গ্রেফতারকৃতরা হলো- মোবারক আরিফ (৩৯), নাঈম (২৫), রবিন (২৪), ইমরান (৪৪), কুরবান (৪৫), রাসেল সুমন (২৮), ইসমাইল (২০) ও মিন্টু (৩৫)। তাদের কাছ থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য নিশ্চিত করা হয়।