শিরোনাম

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : ‘দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যে প্রথমবারের মতো দেশজুড়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ শুরু হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে সপ্তাহটি উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে আজ উদ্বোধনী দিনে বিভিন্ন জেলায় র্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এটি চলবে আসামী ২ ডিসেম্বর পর্যন্ত।
পঞ্চগড় সংবাদদাতা জানিয়েছেন, দেশের প্রাণিসম্পদের উন্নয়নে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।
সকালে বেলুন উড়িয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। পরে হাসপাতাল চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ একই স্থানে এসে আলোচনা সভায় অংশ নেয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রাণিসম্পদ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনেক বেকার যুবক বিভিন্ন প্রাণির খামার করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। প্রাণিসম্পদের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধিতে এই ধরনের প্রাণিসম্পদ সপ্তাহ গুরুত্বপূর্ণ। খামারিদের প্রাণিসম্পদ দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, নিয়মিত সেবা নিতে হবে। সর্বোপরি দেশি জাতের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নূরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম, জেলা কৃত্রিম প্রজনন কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সুবোধ চন্দ্র রায়, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মরিয়ম রহমান।
সংশ্লিষ্টরা জানান, জেলা ও উপজেলা পর্যায়ে সপ্তাহের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে প্রাণিসম্পদ বিষয়ক ভ্রাম্যমাণ আদালত প্রচারণা, কৃত্রিম প্রজনন সেবা ও ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় স্কুল ফিডিং কর্মসূচি ও আলোচনা সভা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা।
এদিকে ঝিনাইদহ সংবাদদাতা জানিয়েছেন, সকাল সাড়ে ১১টায় জেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে বেলুন উড়িয়ে এ সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। পরে একই স্থান থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা পিপিএ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাহফুজ হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এএসএম আতিকুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রেজাউল করিম।
এবারের প্রদর্শনীতে উপজেলা প্রাণিসম্পদক দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ২৯টি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে বিভিন্ন খামারি, উদ্যোক্তা, কৃষাণ-কৃষাণী তাদের পালিত পশু-পাখি প্রদর্শন করেছেন।
নড়াইলের সংবাদদাতার তথ্যে, আজ বেলা ১২টায় সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এবং প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে অতিথিবৃন্দ স্টল পরিদর্শন করেন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো. রাশেদুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিবুল হাসান। স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দেবাশীষ কুমার কুন্ডু।
মাদারীপুরের সংবাদদাতা জানিয়েছেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে আজ সকালে মাদারীপুরে বর্ণাঢ্য র্যালি, প্রাণিসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ আছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষি ও প্রাণিসম্পদ বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। দেশীয় জাতের পশুপালন ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মধ্য দিয়ে জেলার প্রাণিসম্পদ খাতে উৎপাদনশীলতা বাড়ানোর উদ্যোগ অব্যাহত রয়েছে।
সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
সভায় স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ কৃষক-খামারি, শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ ছাড়া নোয়াখালী, ফেনী, নাটোর, হবিগঞ্জ, টাঙ্গাইল, ঝিনাইদহ, বাগেরহাটসহ দেশের সব জেলায় প্রাণিসম্পদ সপ্তাহ একযোগে শুরু হয়েছে।