শিরোনাম

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : ডিসেম্বর ২০২৪ থেকে অক্টোবর ২০২৫ সময়কালে অভিযোগ দাখিল, অনুসন্ধান, মামলা ও সম্পদ উদ্ধারসহ সামগ্রিক কার্যক্রমের হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এতে দেখা যায়, ১১ মাসে দেশে ও বিদেশে দুদকের ২৬ হাজার ১২ কোটি টাকা ক্রোক ও ফ্রিজ এবং ৫ হাজার ৩৮০ কোটি জরিমানা ও বাজেয়াপ্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার দুদক প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে এসব তথ্য জানান।
দুদকের পরিসংখ্যান অনুযায়ী, সম্পদ ক্রোকের মধ্যে দেশে ৩ হাজার ৩৬১ কোটি ২৯ লাখ ৬৭ হাজার ৮৯১ টাকা এবং বিদেশে ৯৬ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ২৫ টাকা ক্রোক করা হয়েছে। অপরদিকে, একাউন্ট ফ্রিজ বা অবরুদ্ধ করার মাধ্যমে দেশে ২২ হাজার ২২৬ কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৬০৬ টাকা এবং বিদেশে ৩২৮ কোটি ৪১ লাখ ৪৩ হাজার ৭৪৭ টাকা অবরুদ্ধ করা হয়েছে।
এ ছাড়া দুদক এই সময়ে ৫ হাজার ৫৭ কোটি ৯৪ লাখ ৮ হাজার ৩১০ টাকা জরিমানা এবং ৩২১ কোটি ৮৮ লাখ ১৯৩ টাকা বাজেয়াপ্ত করেছে।
দুদকের তথ্য অনুযায়ী, এই এগারো মাসে কমিশনে মোট ১১ হাজার ৬৩০টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৯৬০টি অভিযোগের অনুসন্ধান শুরু করা হয়। পাশাপাশি ৭৯৮টি এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালিত হয়েছে। এনফোর্সমেন্টের মধ্যে রয়েছে ১৮৮টি অনুসন্ধান, ২৮টি মামলা দায়ের এবং ৪টি ফাঁদ অভিযান।
এ সময়ে ২৩টি গণশুনানি অনুষ্ঠিত হয়। অপরদিকে মোট ৫১২টি এজাহার/মামলা দায়ের করা হয়েছে, এতে আসামির সংখ্যা ২ হাজার ১৯১ জন।
মামলা তদন্ত শেষে ৩১৫টি চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে, যাতে ১ হাজার ৭৮ জন আসামি রয়েছে। এছাড়া ৭৩টি এফআর (ফাইনাল রিপোর্ট) দাখিল করা হয়।
বিচারাধীন মামলার অগ্রগতিতে এ সময়ে ২৪৯টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১২৬টি মামলায় সাজা এবং ১২৩টি মামলায় খালাস প্রদান করা হয়।
দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ এবং জবাবদিহিতা নিশ্চিত করতে এসব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।