বাসস
  ২৪ নভেম্বর ২০২৫, ২১:২৯

খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় ইসলামী ঐক্যজোটের দোয়া মাহফিল

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় আজ ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধের পক্ষে ও সকল আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার আপসহীন, প্রশংসনীয় ভূমিকার কথা তুলে ধরেন ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম, সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমীন, কেন্দ্রীয় নেতা অ্যাড. মোসাব্বির রহমান মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। 

সভা শেষে বেগম জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক মাওলানা আবদুল করিম।