বাসস
  ২৪ নভেম্বর ২০২৫, ১৯:৪৭

জামায়াতের কাছে আসন চাওয়ার খবর ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: ইসলামী আন্দোলন

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামপন্থি রাজনৈতিক দলগুলোর কাছে আসন চেয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো খবরকে ভিত্তিহীন, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে দলটি।

আজ সোমবার এক বিবৃতিতে দলটি জানায়, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামপন্থি দলগুলোর মধ্যে আসনভিত্তিক নির্বাচনী সমঝোতা গড়ে উঠেছে। শীর্ষ নেতৃবৃন্দ ইতোমধ্যে স্পষ্ট করেছেন যে এটি কোনো আনুষ্ঠানিক জোট নয়, বরং প্রতিটি আসনে ইসলামপন্থি একক প্রার্থী দেওয়ার লক্ষ্যেই এই সমঝোতা।

বিবৃতিতে বলা হয়, প্রচলিত জোটভিত্তিক রাজনীতির বাইরে এই ধরনের সমঝোতা সম্পূর্ণ ব্যতিক্রম। কোনো দল অন্য দলের কাছে আসন চাইবে বা দেবে, পুরোনো রাজনীতির এই কনসেপ্ট এখানে প্রযোজ্য নয়। ফলে ‘জামায়াতের কাছে ২০০ আসন চেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ’ শিরোনামের প্রচারিত ফটোকার্ড সম্পূর্ণ মিথ্যা, অসত্য এবং উদ্দেশ্যপ্রণোদিত।

ইসলামী আন্দোলন জানায়, তারা দেশের ৩০০ আসনেই প্রার্থী ঘোষণা করেছে। জামায়াতে ইসলামীও ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে। আন্দোলনরত আট দলের অন্যান্য দলও বহু আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। আসনভিত্তিক একক প্রার্থী নিশ্চিত করতে আট দলীয় লিয়াজোঁ কমিটি কাজ করছে। তাই আসন চাওয়া বা দেওয়া নিয়ে প্রচারিত খবরকে ‘অবান্তর ও বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করেছে দলটি।

বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর তীব্র নিন্দা জানিয়েছে। তারা সংবাদমাধ্যমের প্রতি দায়িত্বশীলতা ও সংবেদনশীলতা বজায় রেখে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।