শিরোনাম

ঢাকা, ২৪ নভেম্বর , ২০২৫ (বাসস): সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস-চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা গাজীপুরে ১২ দশমিক ১৬ একর জমি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, সালমান এফ রহমানসহ সর্বমোট ৩০ (ত্রিশ) জন আসামির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে আইএফআইসি ব্যাংক পিএলসি প্রিন্সিপ্যাল শাখা, ঢাকায় মর্টগেজ প্রদানকৃত সম্পত্তির অস্বাভাবিক অতিমূল্যায়ন করে জনসাধারণের নিকট বন্ড বিক্রির মাধ্যমে বিনিয়োগকারীদের বিনিয়োগকৃত এক হাজার কোটি টাকা উত্তোলনপূর্বক, শ্রীপুর টুইনশিপ লিমিটেডের চলতি হিসাব জমা হওয়ার পর সেখান হতে রিডেম্পশন অ্যাকাউন্টে দুই শত কোটি টাকার এফডিআর করে অবশিষ্ট আটশো কোটি টাকা (সরকারি অর্থ) বেক্সিমকো ইঞ্জিনিয়ারিং লিমিটেডসহ বেক্সিমকো গ্রুপ ও অন্যান্য প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তরপূর্বক সেখান হতে ব্যাংকিং নিয়মাচারের তোয়াক্কা না করে, নগদে ও বিভিন্ন রকম সন্দেহজনক লেনদেনের মাধ্যমে উত্তোলনপূর্বক আত্মসাৎ ও উক্ত আত্মসাৎকৃত অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করায় মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ১২ দশমিক ১৬ একর জমি জব্দ করা একান্ত প্রয়োজন।